মালদা

সারা বছরের ট্যাক্স দিলেই পুরবাসীদের, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে দুটি ব্যাগ উপহার

দেড়শো বছর পূর্তি উপলক্ষে মালদা শহরকে গ্রীন সিটি তৈরির উদ্যোগ নিয়েছে ইংরেজ বাজার পৌরসভা। সেই উদ্যোগের অংশ হিসেবে আগে থেকেই পুরবাসীদের প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জন করার জন্য আবেদন জানিয়েছিল পৌরসভা। কিন্তু প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি এবার নতুন উদ্যোগ নিল ইংরেজ বাজার পৌরসভা। এদিন পৌরসভার উদ্যোগে ট্যাক্স দিতে আসা পূর নাগরিকদের হাতে দুটি করে ব্যাগ তুলে দেওয়া হয়। এদিনের এই ব্যাগ প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, তৃণমূলের মহিলা সেলের সভাপতি চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। এদিন পৌরসভার এই উদ্যোগে খুশি পুরবাসীরা।

এবিষয়ে এক পূরবাসী জানান, প্লাস্টিক বর্জনের সিদ্ধান্ত খুবই ভাল, তবে ট্যাক্স প্রদান করার পর দুটি ব্যাগ দেওয়ায় তারা বেশ খুশি। এতে পরিবেশ দুষন মুক্ত থাকবে তেমনি মানুষ প্লাস্টিক বর্জন করতে উৎসাহী হবে।

এদিকে পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বলেন, তারা মালদা শহরকে গ্রীন সিটি তৈরি করার উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ নিয়েছেন। সেই মতো যে সমস্ত পুরবাসী সারা বছরের ট্যাক্স এক সঙ্গে দিয়ে দেবে তাদের দুটি করে ব্যাগ উপহার দিচ্ছে পৌরসভা। একটি নিরামিস অপ্রটি আমিষের জন্য। যাতে মানুষ বাজার থেকে আর প্লাস্টিক ব্যাগ না নিয়ে আসেন। এতে শহর একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনি পরিবেশ দুষন মুক্ত থাকবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/RXAPWEU7zyw